@Herry_Potter এবং @Juena, আপনাদের দুজনকেই বলছি, এই নিয়ে আর কথা বাড়াবেন না। দোষ-গুন সব নিয়েই মানুষ। যে কোনও কারও যে কোনও দোষ বা যে কোনও গুণ কারও ক্ষেত্রে ভাল বা কারও ক্ষেত্রে তা ক্ষতিকর। সে যাই হোক, Juena-কে ব্যান করা হয়েছিল, পরে সেটি প্রত্যাহার করে নিয়ে শুধু ডাউনলোড রেস্ট্রিক্টেড করা হয়েছে মাত্র, তাও প্রথমে তিনমাস ভেবেও সেটা একমাস রেখেছি। এতে লগিন ক্রেডিট না পাওয়া ছাড়া অন্য কোনও ক্ষতি হবে না কারও। কারণ মুগ্ধবাংলায়, কমিকস মাসে একটা, খুব বেশি হলে দুটো কমিকস আসে। সে যাই হোক, ওই ঘটনার বেশ কয়েকদিন পর কেউ একজন boidownload ইউজার নামে রেজিস্টার করে কমেন্ট করে, তার জন্য অন্য কেউ ব্যান হোক সেটা তিনি চান না। তিনি boidownload.com-এর আসল এডমিন হতে পারেন বা নাও পারেন, সেটা মুখ্য বিষয় নয়, তবে Juena ও bahar9999bk@gmail.com মধ্যের কেউ একজন যে অবশ্যই উনার সঙ্গে যোগাযোগ রাখেন তাতে সন্দেহ নেই। কিন্তু তাতেও আমার বা মুগ্ধবাংলার কিছু যায় আসে না যদি তিনি আর কোনো কমিকস অন্য কোথাও শেয়ার না করেন। বাংলাপিডিএফের এডমিনের (নামটা সম্ভবত অহর আরসালান) কাছে আমি খুবই কৃতজ্ঞ যে উনি বনকন্য কমিকসটি অনুবাদ করায় আমাকে তিরস্কার করেননি, কিন্তু তবুও, উনার সাইটের চোর ধরার বা সন্দেহজনক কারও নাম সাজেস্ট করার বিষয়ে অন্তত একশোবার ভাববো তাতে কোনও সন্দেহ নেই, বিশেষতঃ যেখানে কেউ ব্যান হয়ে গেলে দ্বিতীয়বার আবেদনের সুযোগ নেই। আমি বাক-স্বাধীনতায় বিশ্বাস করি, কিন্তু তাই বলে অন্যের বাক-স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাই না। কিন্তু আপনাদের দুজনের প্রতিবাদের সুর উত্তরোত্তর চড়ছে দেখে পোস্ট হিডেন করার সিদ্ধান্ত নিলাম। আশা করি আপনার দুজনেই একজন অ্যাডমিনের অসহায়তাটা বুঝবেন এবং এই যে তিক্ততা আপনাদের দুজনের মনে জন্ম নিচ্ছে বা নিয়েছে, তার বহিঃপ্রকাশ অবরোধ করবেন। ধন্যবাদ।
@chayasorir@gmail.com , পোস্টটা কেন করেছেন বা লিঙ্কে গিয়ে কি করব সেটা বলবেন?
এই থ্রেডে নিয়মিত কমেন্ট আসায় থ্রেডটি সবসময় উপরে আসছে। ঘুরে ফিরে অনেকটা একই রকম তর্ক বিতর্ক আসছে। @juena আপু আপনার ব্যাপারে আমি হস্তক্ষেপ করছি না। সেটার জন্য অ্যাডমিন আছেন। আমি শুধু এটুকুই বলতে চাই, একটা কমিকস যদি মাত্র ২ জন ডাউনলোড করে। আর সেই কমিকসটা যদি অন্যথায় শেয়ার হয়ে যায়, তাহলে কি লজিক্যালি বলা যায় না যে, সেটা ডাউনলোড করা ২ জনের কেউ একজন/ দুইজনই শেয়ার করেছে?? আপনাদের বিষয়টাও অনেকটা সে রকমই। যার কাছে কমিকসটি নেই (ডাউনলোড করেনি), সে কমিকসটি অন্য সাইটে শেয়ার করবেই বা কি করে বলুন? আর নাভিশা যেই কমিক্সটি শেয়ার হয়েছে, সেটা তো অ্যাডমিন ভাই বলেই দিল যে সেটা শারদীয়া সংখ্যা থেকে নেয়া হয়নি। তাহলে তো বাকি থাকে একটি অপশনই! যাদের কাছে শারদীয়া সংখ্যা ছাড়া নাভিশা কমিকসটি আছে তাদের কাছ থেকেই এসেছে। এখন আপনি আপনার পক্ষের সাফাই গেয়েছেন, অপরজনও নিজেকে নির্দোষ বলেছে। তাহলে দোষী কে আপনিই এবার বলুন?? যারা ডাউনলোডই করেনি তাদের মধ্যে কেউ? ব্যাপারটা হাস্যকর হয়ে যাচ্ছে না?
@ndc6105058, বিষয়টা @juenaকে বার বার বুঝিয়েছি, এমনকি মেসেজ করেও। তাসত্বেও উনি নিজের জায়গা থেকে সরে আসতে নারাজ যে কাজটা উনি করেননি, সেটা স্বাভাবিক, কিন্তু বার বার একই বিষয়ে কথা বলে উনি ঠিক কি করতে চাইছেন, বিষয়টা আমার বোধগম্য হচ্ছে না। একটা প্রবাদ সোস্যাল মিডিয়ায় শোনা যায়, "বারবার সত্য কথা বললে তা মিথ্যার মত শোনায়, বারবার মিথ্যা কথা বললে তা সত্যের মত শোনায়"। ব্যান কাউকে কেউ এমনি এমনি করে না, বিষয়টা অনেকটা লাথি মেরে তাড়ানোর মত, অপমানজনক অবশ্যই। কিন্তু ব্যান করা ফোরামের রেপুটেশনের পক্ষেও ক্ষতিকর, সে দোষীদের করুক বা নির্দোষীকে করুক। আমি অ্যাডমিন হয়েও যাকে তাকে যখন তখন ব্যান করতে পারিনা, কারণ তাতে বাকি মেম্বারের প্রতি খারাপ বার্তা যায়। আবার কেউ একের পর এক দোষ করে যাবে, ফোরামের ক্ষতি করে যাবে, তাকে ছেড়ে দেয়াও আরও বেশি ক্ষতিকর। @juenaকে ব্যান করেও তা প্রত্যাহার করে তার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করেছি সাময়িকভাবে, কিন্তু বাকস্বাধীনতায় বিশ্বাসী আমি তাকে পোস্ট করতে বাধা দিইনি, অন্তত, আত্মপক্ষ সমর্থনের জন্য উনি কিছু লিখুক, সেটাই আমি চেয়েছিলাম, উনার প্রথমদিকের পোস্ট পড়ে উনি নির্দোষ মনে করে, তিনমাস থেকে কমিয়ে একমাস রেস্ট্রিক্টেড রাখার ঘোষণা করেছি আগেই। তবুও উনি তাতে সন্তুষ্ট নন, সেটা বোঝাই যাচ্ছে। ফোরাম জগতে কাউকে ব্যান করার পর ব্যান প্রত্যাহার বিরল ঘটনা। মুগ্ধবাংলার গ্রহনযোগ্যতাও সেই কারণে যে প্রশ্নের মুখে, তাতে সন্দেহ নেই। কিন্তু তবুও আমি সেই অস্বাভাবিক কাজ করেছি, এই ভেবে যে দোষী সাবধান হয়েই গেছে, তাকে চিহ্নিত করা সম্ভব হলেও আর তাকে ব্যান করে লাভ নেই, আর তিনিও কথা দিয়েছেন, আর মুগ্ধবাংলার ক্ষতি করবেন না। সুতরাং আপাতত @juenaকে অব্যহতি দেয়াই উচিত। দিয়েও হয়ত দিতাম, কিন্তু একের পর উনি অভিযোগ করে যাচ্ছেন, এই ফোরামে উনার সম্মানহানি(অন্য উপযুক্ত শব্দ খুঁজে পেলাম না) হয়েছে। ফোরাম জগতে এ অভিযোগ ভিত্তিহীন, এক যদি না উনার ব্যাক্তিগত পরিচিত কেউ সমাজে বারবার এই ফোরামে "ব্যান হয়েছে" "ব্যান হয়েছে" বলে জনসমক্ষে অপমানিত না করেন। আবার এও হতে পারে, উনি হয়ত ভাবছেন, ফেসবুক ভেরিফিকেশনের সুত্র ধরে আমি বা ফোরামের কোনও সদস্য ওর টাইমলাইনে কিছু লিক করে দেবো যাতে উনি সামাজিকভাবে অপদস্থ হন। কিন্তু উনি বোধহয় জানেন না, ফেসবুক ভেরিফিকেশনে উনি যেটুকু পারমিশন দিয়েছিলেন আমাদের অর্থাৎ উনার ই-মেল, সম্পুর্ণ নাম ও আইডি ছাড়া আমরা আর কিছুই পাইনি আর পেতেও পারি না, কারণ ফেসবুক যদি সেই পারমিশন দিতো, তো কবেই ফেসবুক বন্ধ হয়ে যেত প্রাইভেসী আইনের বলে। আর উনার ফেসবুক আইডি যেহেতু এই ফোরামে কোথাও শেয়ার হয়নি বা এমনকি Herry_Potter এর অনুরোধের পরও, সুতরাং সেদিকদিয়ে উনি নিশ্চিন্ত থাকতে পারেন যেটা উনি হচ্ছেন না কোনওমতেই। যাই হোক, আপাতত এই পোস্টে এটাই শেষ মন্তব্য। এর পরও যদি @juena এ বিষয়ে অন্য কোনও পোস্টে তার বাকযুদ্ধ চালিয়ে যান, তো আমাকে কঠোর কোনও সিদ্ধান্ত নিতেই হবে। এই ব্যানিং নিয়ে আমার বিরক্তি সহ্যের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, মন দিয়ে কোনো অনুবাদ করতেই পারছি না। মাস পার হয়ে গেল শেষ বই অনুবাদ শেষ করা। আর এ বিষয়ে আমি মাথা ঘামাবো না।